আল্লাহর 99টি নাম

/৯৯

الله

আল্লাহ

আল্লাহ

/৯৯

الرَّحْمَنُ

আর্ রা্হমান

পরম দয়ালু

/৯৯

الرَّحِيمُ

আর্-রহী'ম

অতীব-মেহেরবান

/৯৯

الْمَلِكُ

আল-মা-লিক

কর্তা

/৯৯

الْقُدُّوسُ

আল-কুদ্দুস

অতীব-পবিত্র

/৯৯

السَّلاَمُ

আস-সালাম

শান্তি-দানকারী

/৯৯

الْمُؤْمِنُ

আল-মু'মিন

নিরাপত্তা ও ঈমান দানকারী

/৯৯

الْمُهَيْمِنُ

আল-মুহাইমিন

পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী

/৯৯

الْعَزِيزُ

আল-আ'জীজ

অপরাজেয়

১০/৯৯

الْجَبَّارُ

আল-জাব্বার

পরাক্রমশালী

১১/৯৯

الْمُتَكَبِّرُ

আল-মুতাকাব্বির

নিরুংকুশ শ্রেষ্ঠত্বের অধিকারী

১২/৯৯

الْخَالِقُ

আল-খা-লিক

সৃষ্টিকর্তা

১৩/৯৯

الْبَارِئُ

আল-বা-রী

পরিচালনাকারী

১৪/৯৯

الْمُصَوِّرُ

আল-মুছউইর

আকৃতি-দানকারী

১৫/৯৯

الْغَفَّارُ

আল-গফ্ফার

পরম ক্ষমাশীল

১৬/৯৯

الْقَهَّارُ

আল-ক্বাহার

কঠোর

১৭/৯৯

الْوَهَّابُ

আল-ওয়াহ্হাব

সবকিছু দানকারী

১৮/৯৯

الرَّزَّاقُ

আর্-রাজ্জাক্ব

রিযকদাতা

১৯/৯৯

الْفَتَّاحُ

আল ফাত্তাহ

বিজয়দানকারী

২০/৯৯

اَلْعَلِيْمُ

আল-আ'লীম

সর্বজ্ঞ

২১/৯৯

الْقَابِضُ

আল-কাবিদ্ব'

সংকীর্ণকারী

২২/৯৯

الْبَاسِطُ

আল-বা-সীত

প্রশস্তকারী

২৩/৯৯

الْخَافِضُ

আল-খা-ফিদ

অবনতকারী

২৪/৯৯

الرَّافِعُ

আর-রা-ফি

উন্নতকারী

২৫/৯৯

الْمُعِزُّ

আল-মুই'জ্জু

সম্মান-দানকারী

২৬/৯৯

المُذِلُّ

আল-মুজি'ল্লু

(অবিশ্বাসীদের) বেইজ্জতকারী

২৭/৯৯

السَّمِيعُ

আস্-ছামীয়

সর্বশ্রোতা

২৮/৯৯

الْبَصِيرُ

আল-বাছীর

সর্ববিষয়-দর্শনকারী

২৯/৯৯

الْحَكَمُ

আল-হা'কাম

বিচারক

৩০/৯৯

الْعَدْلُ

আল-আ'দল

পরিপূর্ণ-ন্যায়বিচারক

৩১/৯৯

اللَّطِيفُ

আল-লাতীফ

সকল-গোপন-বিষয়ে-অবগত

৩২/৯৯

الْخَبِيرُ

আল-খ'বীর

সকল ব্যাপারে জ্ঞাত

৩৩/৯৯

الْحَلِيمُ

আল-হা'লীম

অত্যন্ত ধৈর্যশীল

৩৪/৯৯

الْعَظِيمُ

আল-আ'জীম

সর্বোচ্চ-মর্যাদাশীল

৩৫/৯৯

الْغَفُورُ

আল-গফুর

পরম ক্ষমাশীল

৩৬/৯৯

الشَّكُورُ

আশ্-শাকুর

গুনগ্রাহী

৩৭/৯৯

الْعَلِيُّ

আল-আ'লিইউ

উচ্চ-মর্যাদাশীল

৩৮/৯৯

الْكَبِيرُ

আল-কাবীর

সুমহান

৩৯/৯৯

الْحَفِيظُ

আল-হা'ফীজ

সংরক্ষণকারী

৪০/৯৯

المُقيِت

আল-মুক্বীত

সকলের জীবনোপকরণ-দানকারী

৪১/৯৯

الْحسِيبُ

আল-হাসীব

হিসাব-গ্রহণকারী

৪২/৯৯

الْجَلِيلُ

আল-জালীল

পরম মর্যাদার অধিকারী

৪৩/৯৯

الْكَرِيمُ

আল-কারীম

পরম সম্মানিত

৪৪/৯৯

الرَّقِيبُ

আর-রক্বীব

তত্ত্বাবধায়ক

৪৫/৯৯

الْمُجِيبُ

আল-মুজীব

জবাব-দানকারী, কবুলকারী

৪৬/৯৯

الْوَاسِعُ

আল-ওয়াসি'

সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান

৪৭/৯৯

الْحَكِيمُ

আল-হাকীম

পরম-প্রজ্ঞাময়

৪৮/৯৯

الْوَدُودُ

আল-ওয়াদুদ

(বান্দাদের প্রতি) সদয়

৪৯/৯৯

الْمَجِيدُ

আল-মাজীদ

সকল-মর্যাদার-অধিকারী

৫০/৯৯

الْبَاعِثُ

আল-বাই'ছ'

পুনুরুজ্জীবিতকারী

৫১/৯৯

الشَّهِيدُ

আশ্-শাহীদ

সর্বজ্ঞ-স্বাক্ষী

৫২/৯৯

الْحَقُّ

আল-হা'ক্ব

পরম সত্য

৫৩/৯৯

الْوَكِيلُ

আল-ওয়াকিল

পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী

৫৪/৯৯

الْقَوِيُّ

আল-ক্বউইউ

পরম-শক্তির-অধিকারী

৫৫/৯৯

الْمَتِينُ

আল-মাতীন

সুদৃঢ়

৫৬/৯৯

الْوَلِيُّ

আল-ওয়ালিইউ

অভিভাবক ও সাহায্যকারী

৫৭/৯৯

الْحَمِيدُ

আল-হা'মীদ

সকল প্রশংসার অধিকারী

৫৮/৯৯

الْمُحْصِي

আল-মুহছী

সকল সৃষ্টির ব্যপারে অবগত

৫৯/৯৯

الْمُبْدِئُ

আল-মুবদিউ

প্রথমবার-সৃষ্টিকর্তা

৬০/৯৯

الْمُعِيدُ

আল-মুঈ'দ

পুনরায়-সৃষ্টিকর্তা

৬১/৯৯

الْمُحْيِي

আল-মুহ'য়ী

জীবন-দানকারী

৬২/৯৯

اَلْمُمِيتُ

আল-মুমীত

মৃত্যু-দানকারী

৬৩/৯৯

الْحَيُّ

আল-হাইয়্যু

চিরঞ্জীব

৬৪/৯৯

الْقَيُّومُ

আল-ক্বাইয়্যুম

সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী

৬৫/৯৯

الْوَاجِدُ

আল-ওয়াজিদ

অফুরন্ত ভান্ডারের অধিকারী

৬৬/৯৯

الْمَاجِدُ

আল-মা-জিদ

শ্রেষ্ঠত্বের অধিকারী

৬৭/৯৯

الْواحِدُ

আল-ওয়া-হিদু

এক ও অদ্বিতীয়

৬৮/৯৯

الصَّمَدُ

আছ্-ছমাদ

অমুখাপেক্ষী

৬৯/৯৯

الْقَادِرُ

আল-ক্বাদির

সর্বশক্তিমান

৭০/৯৯

الْمُقْتَدِرُ

আল-মুত্তাদির

নিরংকুশ-সিদ্বান্তের-অধিকারী

৭১/৯৯

الْمُقَدِّمُ

আল-মুক্বদ্দিম

অগ্রগামী

৭২/৯৯

الْمُؤَخِّرُ

আল-মুয়াক্খির

অবকাশ দানকারী

৭৩/৯৯

الأوَّلُ

আল-আউয়াল

সর্বপ্রথম

৭৪/৯৯

الآخِرُ

আল-আখির

অনন্ত, সর্বশেষ

৭৫/৯৯

الظَّاهِرُ

আজ-জ'হির

সম্পূর্নরূপে-প্রকাশিত

৭৬/৯৯

الْبَاطِنُ

আল-বাত্বিন

দৃষ্টি হতে অদৃশ্য

৭৭/৯৯

الْوَالِي

আল-ওয়ালি

সমস্ত-কিছুর-অভিভাব্ক

৭৮/৯৯

الْمُتَعَالِي

আল-মুতাআ'লি

সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে

৭৯/৯৯

الْبَرُّ

আল-বার্

পরম-উপকারী, অণুগ্রহশীল

৮০/৯৯

التَّوَابُ

আত্-তাওয়াব

তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী

৮১/৯৯

الْمُنْتَقِمُ

আল-মুনতাক্বিম

প্রতিশোধ-গ্রহণকারী

৮২/৯৯

العَفُوُّ

আল-আ'ফঊ

পরম-ক্ষমাশীল

৮৩/৯৯

الرَّؤُوفُ

আর-রউফ

পরম-স্নেহশীল

৮৪/৯৯

مَالِكُ الْمُلْكِ

মালিকুল-মুলক

সমগ্র জগতের বাদশাহ্

৮৫/৯৯

ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ

যুল-জালালি-ওয়াল-ইকরাম

মহিমান্বিত ও দয়াবান সত্তা

৮৬/৯৯

الْمُقْسِطُ

আল-মুকসিতু

হকদারের হক-আদায়কারী

৮৭/৯৯

الْجَامِعُ

আল-জামিই'

একত্রকারী, সমবেতকারী

৮৮/৯৯

الْغَنِيُّ

আল-গণিই'

অমুখাপেক্ষী ধনী

৮৯/৯৯

الْمُغْنِي

আল-মুগণিই'

পরম-অভাবমোচনকারী

৯০/৯৯

اَلْمَانِعُ

আল-মানিই'

অকল্যানরোধক

৯১/৯৯

الضَّارَّ

আয্-যর

ক্ষতিসাধনকারী

৯২/৯৯

النَّافِعُ

আন্-নাফিই'

কল্যাণকারী

৯৩/৯৯

النُّورُ

আন্-নূর

পরম-আলো

৯৪/৯৯

الْهَادِي

আল-হাদী

পথ-প্রদর্শক

৯৫/৯৯

الْبَدِيعُ

আল-বাদীই'

অতুলনীয়

৯৬/৯৯

اَلْبَاقِي

আল-বাক্বী

চিরস্থায়ী, অবিনশ্বর

৯৭/৯৯

الْوَارِثُ

আল-ওয়ারিস'

উত্তরাধিকারী

৯৮/৯৯

الرَّشِيدُ

আর-রাশীদ

সঠিক পথ-প্রদর্শক

৯৯/৯৯

الصَّبُورُ

আস-সবুর

অত্যধিক ধৈর্যধারণকারী