ফজিলত
• যদি কেউ সৎপথে থাকে; কিন্তু দুশমনের ওপর প্রতিশোধ নেয়ার ক্ষমতা নেই। সে যদি তিন জুমা পর্যন্ত বেশি বেশি এ নামের জিকির করে, আল্লাহ নিজ থেকে তার তরফ থেকে দুশমনির প্রতিশোধ নেন।
• মিথ্যা মামলায় জড়িয়ে পড়লে এবং তার ফলাফল অশুভ হওয়ার আশঙ্কা থাকলে, দ্বিপ্রহরের সময় এবং মধ্যরাতে ওজু করে প্রতিবার যদি এ নাম পাঁচ হাজারবার করে পড়ে, মামলায় জয়ী হবে। আর মিথ্যাচারেরা পরাজিত হবে। [আমালে কোরআনি]
অর্থঃ প্রতিশোধ-গ্রহণকারী