ফজিলত
• যদি কেউ দুনিয়ার মায়া-মমতা আর ভালোবাসায় ডুবে থাকে আর আল্লাহকে ভুলে যায়, সে যদি বেশি বেশি এই নাম জিকির করে, তাহলে তার অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা দূর হয়ে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে। [হিসনেহাসিন]
• জাদুর কারণে যদি কারো ধজভঙ্গ রোগ হয়, তাহলে এই নাম চিনা মাটির প্লেটে লিখে তা ধুয়ে পানি খাওয়ালে এই রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়। [আমালে কোরআনি]
অর্থঃ কঠোর