ফজিলত
• নামাজের পর সেজদায় গিয়ে পঁচাত্তরবার এই নাম জিকির করে দোয়া করলে জালেমের অত্যাচার থেকে রেহাই পাওয়া যায়। [হিসনে হাসিন]
• যদি বিশেষ কোনো শত্রু থাকে, তাহলে সেজদায় গিয়ে তার নাম উল্লেখ করে দোয়া করতে হবে-'হে আল্লাহ! অমুকের (দুশমনের নাম বলতে হবে এখানে) দুশমনি থেকে আমাকে হেফাজত করো। নিরাপদ রাখো' এই দোয়া করা। (হিসনে হাসিন]
• যদি কেউ কারো প্রাপ্য অধিকার নষ্ট করতে চায়, আল্লাহর এই নামটি বেশি বেশি জিকির করলে তা নষ্ট করতে পারে না। (আমালে কোরআনি]
অর্থঃ (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী