ফজিলত
• যেসব লোক স্ত্রীর প্রতি মুগ্ধ নয়, তাদেরকে এ নাম লিখে ধুয়ে খাওয়ালে তারা স্ত্রীর প্রতি মুগ্ধ হবে। [হিসনে হাসিন]
• যদি কোনো মহিলার দুধ কমে যায় কিংবা কোনো বাচ্চা যদি দুধ খেতে না চায়, এই নামটি লিখে ধুয়ে পানি খাওয়ালে আর সামান্য পানি দিয়ে স্তন ধুয়ে দিলে উপকার পাওয়া যাবে।
• এ নাম পড়ে বদস্বভাবী কোনো পুরুষ বা মহিলার ওপর দম করলে সে গোনাহের কাজ থেকে বিরত থাকবে। [আমালে কোরআনি]
• যদি কেউ তার স্ত্রীর আদব-আখলাক ও ব্যবহারে খুশি না হয়, সে স্ত্রীর সামনে এসে এ নাম পড়লে আল্লাহর অনুগ্রহে বদ অভ্যাসগুলো দূর হয়ে যাবে। [হিসনে হাসিন]
• সবসময় এ নামের জিকির করলে সবাই বন্ধু হিসেবে গ্রহণ করবে।
• কঠিন বিপদের সময় শক্রবার রাতে এই নাম একহাজারবার পড়লে বিপদ দূর হবে।
• যদি কোনো ব্যভিচারী এই নাম প্রথম ও শেষে দরুদসহ পড়ে, ওই বদ অভ্যাস চলে যাবে। [আমালে কোরআনি
• যে নিরিবিলি কোনো জায়গায় বসে পয়তাল্লিশ দিন পর্যন্ত তেরোবার এই নামটি পড়বে, তার বদ অভ্যাসগুলো দূর হয়ে যাবে। হিসনে হাসিনা * সবসময় এ নামের জিকির করলে স্বভাব-চরিত্র ও আচার-ব্যবহার ভালো হয়। [আমালে কোরআনি]
অর্থঃ সুদৃঢ়