ফজিলত
• বন্ধু-বান্ধব বা প্রিয়জন যদি নানান জায়গায় বিক্ষিপ্ত থাকে, তাদেরকে একত্র করার জন্যে চাশতের নামাজের সময় গোসল করে আকাশের দিকে মুখ তুলে দশবার পড়ে একটি আঙুল বন্ধ করবে।
• রোজ সত্তরবার এ নাম পড়লে সম্পদে বরকত হয়। আর কখনো মুখাপেক্ষী হতে হয় না। হিসনেহাসিন] কারো
• কোনো রোগ হলে কিংবা বিপদে পড়লে, এই নাম জিকির করলে রোগ ভালো হয়ে যায়। বিপদ কেটে যায়। [হিসনেহাসিন)
• যদি এমন হয় যে, মেয়ের বিয়ে হচ্ছে না কিংবা প্রস্তাব আসে; কিন্তু ফিরে যায় অথবা সবকিছুই ঠিক, তারপর বিয়ের আগমুহূর্তে বিয়ে ভেঙ্গে যায়, তাহলে প্রতি বুধবার রাতে এশার নামাজের পর বিছানায় বসে এগারো দিন পর্যন্ত এগারো হাজারবার এই নাম পড়ে খতম করলে অল্পসময়ের মধ্যেই বিয়ে হয়ে যাবে। [আমালে কোরআনি]
অর্থঃ একত্রকারী, সমবেতকারী