ফজিলত
• এ নাম কাগজে লিখে পানিতে ধুয়ে ওই পানি যে জিনিসের মাঝে ছিটিয়ে দেবে, তাতেই বরকত হবে। বিপদাপদ থেকে মুক্ত থাকবে।
• এ নাম দেশ বা সমাজের নেতা বা প্রধান যদি বেশি বেশি জিকির করে, তার নেতত্ব-কর্তত স্থায়ী হয় এবং শান্তিতে ও নিরাপদে থাকতে পারে। আমালে কোরআনি]
• এ নাম কাগজের মাঝে লিখে ওই পানিতে ধুয়ে সেই পানি ব্যবসায়ী মা এ নাম ও জিনিসে ছিটিয়ে দিলে তাতে উন্নতি ও বরকত হয়। ছে মালামালী কায় ছিটালে কোনো বিপদে পড়ে নৌকা ডুবে না কিংবা নষ্ট হয়ে না। গৃহপালিত পশুর মাঝে ছিটিয়ে দিলে বিপদাপদ থেকে নিরাহীর থাকে। আর খেত-খামার ও গাছে ছিটিয়ে দিলে ভালো ফল ও ফসল হয়, ক্ষতিকর কীট পতঙ্গ থেকে নিরাপদে থাকে। [আমালে কোরআনিয়া।
অর্থঃ অত্যন্ত ধৈর্যশীল