ফজিলত
• এই নামটি বেশি বেশি পড়লে দুঃখ-কষ্ট ও চিন্তা দূর হয়। আর ধন- সম্পদ, সন্তানাদির মাঝে বরকত আসে। [হিসনে হাসিন]
• যে নামাজের মাঝে সেজদায় গিয়ে এ নামটি তিনবার পড়বে, আল্লাহতায়ালা তাকে ক্ষমা করে দেবেন। [হিসন।
• কোনো কাগজে তিনবার এ নাম লিখে পানি খেলে রোগ ভালো হয়ে যায়।
• এই নাম কাগজে তিনবার লিখে জ্বরের রোগীর গলায় তা ঝুলিয়ে দিলে জ্বর ভালো হয়ে যায়। [আমালে কোরআনি]
• যদি কেউ অর্থনৈতিক সংকটে কিংবা কোনো দুঃখ-কষ্ট বা দুশ্চিন্তায় পড়ে রোজ এই নাম একশো চল্লিশবার পড়ে, সে ওই সমস্যা থেকে মুক্তি পাবে। (হিসনে হাসিন।
• হাঁপানী, শ্বাষকষ্ট অথবা শরীর অবস হলে কোনো পাত্রে এই নামটি ২য় লিখে সারা শরীরে ঘুরিয়ে তা ধুয়ে পান করালে সে সুস্থ হবে-ইনশাআল্লাহ।
• এই নাম কয়েকবার পড়ে পানিতে ফুঁ দিয়ে পনি পান করলে এবং হালকা চোখে লাগালে দৃষ্টিশক্তি বাড়বে। হিসনে হাসিন]
অর্থঃ পরম ক্ষমাশীল