আল্লাহর 99টি নাম

৩১/৯৯

اللَّطِيفُ

আল-লাতীফ

ফজিলত
• যে ব্যক্তি ১৩৩ বার পাঠ করবে, ইনশাআল্লাহ্‌ তার খাদ্যে বরকত হবে এবং তার সব কাজ সুন্দরভাবে পূর্ণ হবে। • যে একশো তেত্রিশবার 'يَالَطِیْفُ -ইয়া লতীফু' পড়বে, তার রিজিকে বরকত হবে, তার সব কাজ সহজভাবে সুসম্পন্ন হবে। [হিসনে হাসিন] • যদি কেউ ক্ষুধা, দারিদ্রতা, দুঃখ-কষ্ট আর রোগ-ব্যাধিতে নিপতিত হয়, তাহলে দু'রাকাত নামাজ পড়ে একশোবার এ নামের জিকির করলে মনের বাসনা পুরো হবে। [হিসনে হাসিন] • প্রতিদিন ওজু করে এ নামের জিকির করলে মনের বাসনা পুরো হয়, সব কাজ সহজ হয়ে যায়। আর কোনো অবিবাহিত মেয়ে যদি এ নামের জিকির করে, বিয়ের ব্যবস্থা হয়। [আমালে কোরআনি]
অর্থঃ সকল-গোপন-বিষয়ে-অবগত