ইসলাম ধর্মে যাকাত ত্যাগ করা একটি গুরুতর অপরাধ এবং এর ফলাফল অত্যন্ত ভয়াবহ। কুরআন এবং হাদিসে যাকাত না দেওয়ার পরিণতি সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নিচে যাকাত ত্যাগকারীর পরিণতি তুলে ধরা হলো
আল্লাহর গজব ও শাস্তি
কুরআনের উদ্ধৃতি
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
উচ্চারণ:
ওয়াল্লাজিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়ালফিজ্বাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম।
অর্থ:
যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।
[সূরা আত-তাওবা, আয়াত ৩৪]
হাদিসের উদ্ধৃতি
مَا مِنْ صَاحِبِ كَنْزٍ لاَ يُؤَدِّى زَكَاتَهُ إِلاَّ أُحْمِىَ عَلَيْهِ فِى نَارِ جَهَنَّمَ فَيُجْعَلُ صَفَائِحَ فَيُكْوَى بِهَا جَنْبَاهُ وَجَبِينُهُ حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَ عِبَادِهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ
উচ্চারণ:
মা মিন সাহীবি কানযিন লা ইউআদ্দি যাকাতাহু ইল্লা উহমিয়া আলাইহি ফি নারি জাহান্নামা ফায়ুজ'আলু সাফায়িহা ফায়ুকওয়া বিহা জানবাহু ওয়া জাবিনুহু হাত্তা ইয়াহকুমাল্লাহু বায়না ইবাদিহি ফি ইয়াউমিন কান মিকদারুহু খামসিনা আলফা সানাতিন।
অর্থ:
যে কোনো ব্যক্তি যে ধনসম্পদ জমা করে এবং যাকাত প্রদান করে না, কিয়ামতের দিন সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তার পার্শ্ব ও কপালে দাগ লাগানো হবে, যতক্ষণ না আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে ফয়সালা করেন।
[সহিহ মুসলিম]
কঠিন শাস্তির মুখোমুখি হওয়া:
হাদিসের উদ্ধৃতি
مَن آتَاهُ اللَّهُ مَالًا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ، مُثِّلَ لَهُ مَالُهُ يَومَ القِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ، لَهُ زَبِيبَتَانِ، يُطَوِّقُهُ يَومَ القِيَامَةِ، يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ، يَقُولُ: أَنَا مَالُكَ، أَنَا كَنْزُكَ
উচ্চারণ:
মান আতা'হুল্লাহু মালান ফালাম ইয়ু'আদ্দি যাকাতাহু, মুছ্ছিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজা'আন আকরা', লাহু যাবীবাতান, ইয়ুতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাতি, ইয়াখযু বিলিহযিমাতাইহি, ইয়াকুলু: আনা মালুকা, আনা কানযুকা।
অর্থ:
যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে সম্পদ প্রাপ্ত হয় এবং যাকাত প্রদান করে না, কিয়ামতের দিন সেই সম্পদকে একটি বিষধর সাপ হিসেবে উপস্থিত করা হবে, যার মাথায় দুটি বিষফোঁড়া থাকবে। সেই সাপ তার গলায় পেঁচিয়ে ধরা হবে এবং সে বলবে: আমি তোমার সম্পদ, আমি তোমার ধন।"
[সহিহ বুখারি]
আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া -
কুরআনের উদ্ধৃতি
فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَنُفَصِّلُ الآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
উচ্চারণ:
ফাইন্ন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন ওয়া নুফাচ্ছিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন।
অর্থ:
যদি তারা তাওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই হবে। এবং আমি আমার আয়াতগুলো সেই জাতির জন্য বিস্তারিতভাবে তুলে ধরছি যারা জানে।
[সূরা আত-তাওবা, আয়াত ১১]
সারসংক্ষেপে
যাকাত না দেওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ এবং এটি আল্লাহর গজব ও শাস্তির কারণ হতে পারে। মুসলমানদের উচিত নিয়মিত যাকাত প্রদান করা এবং সমাজের দরিদ্র ও অভাবগ্রস্তদের সহায়তা করা, যাতে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভ করা যায়।
ইসলামে যাকাত ত্যাগ করা একটি গুরুতর অপরাধ এবং এর জন্য কঠিন শাস্তি নির্ধারিত রয়েছে। কুরআন ও হাদিসে যাকাত ত্যাগকারীর পরিণতি ও শাস্তির ব্যাপারে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নিচে যাকাত ত্যাগকারীর হুকুম সম্পর্কে আলোচনা করা হলো -
কুরআনের হুকুম –
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَـٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ
বাংলা উচ্চারণ: "ওয়াল্লাজিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়ালফিজ্বাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। ইয়াওমা ইয়ুহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। হাজা মা কানাজতুম লি'আনফুসিকুম ফাজুকু মা কুনতুম তাকনিজুন।"
অর্থ: "যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সেদিন সেই সোনা ও রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের কপাল, পার্শ্ব এবং পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। বলা হবে, ‘এটাই হচ্ছে যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, এখন আস্বাদন কর যা তোমরা জমা করে রেখেছিলে।"
[সূরা আত-তাওবা, আয়াত ৩৪-৩৫]
হাদিসের হুকুম -
مَا مِنْ صَاحِبِ كَنْزٍ لاَ يُؤَدِّى زَكَاتَهُ إِلاَّ أُحْمِىَ عَلَيْهِ فِى نَارِ جَهَنَّمَ فَيُجْعَلُ صَفَائِحَ فَيُكْوَى بِهَا جَنْبَاهُ وَجَبِينُهُ حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَ عِبَادِهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ
বাংলা উচ্চারণ: "মা মিন সাহীবি কানযিন লা ইয়ু'আদ্দি যাকাতাহু ইল্লা উহমিয়া আলাইহি ফি নারি জাহান্নামা ফাইউজ'আলু সাফায়িহা ফাইউকওয়া বিহা জানবাহু ওয়া জাবিনুহু হাত্তা ইয়াহকুমাল্লাহু বায়না ইবাদিহি ফি ইয়াউমিন কান মিকদারুহু খামসিনা আলফা সানাতিন।"
অর্থ: "যে কোনো ব্যক্তি যে ধনসম্পদ জমা করে এবং যাকাত প্রদান করে না, কিয়ামতের দিন সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তার পার্শ্ব ও কপালে দাগ লাগানো হবে, যতক্ষণ না আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে ফয়সালা করেন।"
[সহিহ মুসলিম]
ইসলামি আইন অনুযায়ী শাস্তি -
যাকাত ত্যাগ করা অর্থাৎ যাকাত প্রদান না করা ইসলামী আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ইসলামী রাষ্ট্রের কর্তৃপক্ষের অধিকার রয়েছে যাকাত না দেওয়া ব্যক্তির সম্পদ থেকে যাকাত আদায় করা এবং তাকে শাস্তি প্রদান করা।
হাদিসের উদ্ধৃতি –
فَمَنْ أَبَى فَإِنَّ اللَّهَ قَدْ أَمَرَنِي أَنْ آخُذَ مَالَهُ، وَصِفْرَةُ مَالِهِ شَطْرُ مَالِهِ لَا يَحِلُّ لِآلِ مُحَمَّدٍ مِنْهَا شَيْءٌ
বাংলা উচ্চারণ: "ফামান আবা ফা'ইন্নাল্লাহা ক্বাদ আমারানি আন আখুঝা মালাহু, ওয়া ছিফরাতু মালিহি শাতরু মালিহি লা ইয়াহিল্লু লিআলি মুহাম্মাদিন মিনহা শাই'উন।"
অর্থ: "যে ব্যক্তি যাকাত প্রদান করতে অস্বীকার করে, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তার সম্পদ থেকে যাকাত আদায় করতে। তার সম্পদের অর্ধেক রাষ্ট্রের জন্য রাখা হবে এবং মুহাম্মদের (সা.) পরিবার তা গ্রহণ করতে পারবে না।"
[আবু দাউদ]
সারসংক্ষেপে, যাকাত ত্যাগ করা ইসলামে একটি গুরুতর অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তি নির্ধারিত রয়েছে। যাকাত না দিলে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এবং ইসলামী রাষ্ট্রের কর্তৃপক্ষের অধিকার রয়েছে তাকে দুনিয়াতে শাস্তি প্রদান করার। তাই সকল মুসলমানের উচিত নিয়মিত যাকাত প্রদান করা এবং আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভ করা।
ইসলামে যাকাতের সম্পদ আত্মসাৎ করা একটি গুরুতর অপরাধ। এটি সমাজের দরিদ্র ও অভাবগ্রস্তদের অধিকার হরণ করার শামিল এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। কুরআন ও হাদিসে যাকাতের সম্পদ আত্মসাৎকারীর পরিণতি সম্পর্কে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। নিচে যাকাতের সম্পদ আত্মসাৎকারীর পরিণতি তুলে ধরা হলো
• আল্লাহর শাস্তি
কুরআনের উদ্ধৃতি
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
উচ্চারণ:
ওয়াল্লাজিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়ালফিজ্বাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম।"
অর্থ:
যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।"
[সূরা আত-তাওবা, আয়াত ৩৪]
• কঠিন শাস্তি
হাদিসের উদ্ধৃতি
مَا مِنْ صَاحِبِ كَنْزٍ لاَ يُؤَدِّى زَكَاتَهُ إِلاَّ أُحْمِىَ عَلَيْهِ فِى نَارِ جَهَنَّمَ فَيُجْعَلُ صَفَائِحَ فَيُكْوَى بِهَا جَنْبَاهُ وَجَبِينُهُ حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَ عِبَادِهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ
উচ্চারণ:
মা মিন সাহীবি কানযিন লা ইয়ু'আদ্দি যাকাতাহু ইল্লা উহমিয়া আলাইহি ফি নারি জাহান্নামা ফাইউজ'আলু সাফায়িহা ফাইউকওয়া বিহা জানবাহু ওয়া জাবিনুহু হাত্তা ইয়াহকুমাল্লাহু বায়না ইবাদিহি ফি ইয়াউমিন কান মিকদারুহু খামসিনা আলফা সানাতিন।"
অর্থ:
যে কোনো ব্যক্তি যে ধনসম্পদ জমা করে এবং যাকাত প্রদান করে না, কিয়ামতের দিন সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তার পার্শ্ব ও কপালে দাগ লাগানো হবে, যতক্ষণ না আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে ফয়সালা করেন।"
[সহিহ মুসলিম]
• নেক আমল বিনষ্ট হওয়া
হাদিসের উদ্ধৃতি
مَنْ جَمَعَ مَالًا حَرَامًا، ثُمَّ تَصَدَّقَ بِهِ، لَمْ يَكُنْ لَهُ فِيهِ أَجْرٌ، وَكَانَ إِصْرُهُ عَلَيْهِ
উচ্চারণ:
মান জামা' মালান হারামান, সুম্মা তাসাদ্দাকা বিহি, লাম ইয়াকুন লাহু ফিহি আজরুন, ওয়াকা'না ইসরুহু আলাইহি।
অর্থ:
যে ব্যক্তি হারাম উপার্জন করে এবং তারপর তা সদকা করে, তার জন্য এতে কোনো পুরস্কার নেই, বরং তার পাপ তার উপরই থাকবে।
[ইবন মাজাহ]
• কিয়ামতের দিন শাস্তি
হাদিসের উদ্ধৃতি
مَن آتَاهُ اللَّهُ مَالًا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ، مُثِّلَ لَهُ مَالُهُ يَومَ القِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ، لَهُ زَبِيبَتَانِ، يُطَوِّقُهُ يَومَ القِيَامَةِ، يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ، يَقُولُ: أَنَا مَالُكَ، أَنَا كَنْزُكَ
উচ্চারণ:
মান আতা'হুল্লাহু মালান ফালাম ইয়ু'আদ্দি যাকাতাহু, মুছছিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজা'আন আকরা', লাহু যাবীবাতান, ইয়ুতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাতি, ইয়াখযু বিলিহযিমাতাইহি, ইয়াকুলু: আনা মালুকা, আনা কানযুকা।
অর্থ:
যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে সম্পদ প্রাপ্ত হয় এবং যাকাত প্রদান করে না, কিয়ামতের দিন সেই সম্পদকে একটি বিষধর সাপ হিসেবে উপস্থিত করা হবে, যার মাথায় দুটি বিষফোঁড়া থাকবে। সেই সাপ তার গলায় পেঁচিয়ে ধরা হবে এবং সে বলবে: আমি তোমার সম্পদ, আমি তোমার ধন।"
[সহিহ বুখারি]
• আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া
কুরআনের উদ্ধৃতি
فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَنُفَصِّلُ الآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
উচ্চারণ:
ফাইন্ন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন ওয়া নুফাচ্ছিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন।"
অর্থ:
যদি তারা তাওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই হবে। এবং আমি আমার আয়াতগুলো সেই জাতির জন্য বিস্তারিতভাবে তুলে ধরছি যারা জানে।"
[সূরা আত-তাওবা, আয়াত ১১]
সারসংক্ষেপ
যাকাতের সম্পদ আত্মসাৎ করা ইসলামে একটি গুরুতর অপরাধ এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি আল্লাহর শাস্তি, কঠিন শাস্তি, নেক আমল বিনষ্ট হওয়া এবং কিয়ামতের দিন শাস্তি বয়ে আনে। মুসলমানদের উচিত যাকাতের সম্পদ আত্মসাৎ না করা এবং সঠিকভাবে যাকাত প্রদান করে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভ করা।