৮. তাশাহুদ করুন
প্রতি দুই রাকাতের শেষে তাশাহুদ করতে হবে – আপনার পা এবং হাঁটুর উপর বসুন। বলুন
দোয়া:
আত্তাহিয়্য়াতু বা তশাহ্হুদ
উচ্চারণ: আত্তাহিয়্য়াতু লিল্লা-হি অস্ স্বলা-ওয়াতু অত্ তাইয়িবাতু আস্সালা-মু আ’লাইকা আইয়্য়ুহান্ নাবীয়্য়ু অ-রহমাতুল্লাহি অবারাকা-তুহু আস্ সালা-মু আলাইনা অ-আ’লা ইবাদিল্লা হিস্ স্বলিহীন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লা-হু অ-আশহাদু আন্না মুহাম্মাদান আ-বদুহু অ-রাসূলুহু | (বুখারী, মুসলিম )
অর্থ: সব রকম মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত সমুহ একমাত্র আল্লাহরই জন্য | হে নবী !তোমার প্রতি আল্লাহর শান্তি, রহমত ও বরকত নাযিল হোক | এবং আমাদের উপর ও আল্লাহর নেক বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক | আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া আর কেউই ইবাদতের যোগ্য নয় এবং আমি এও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ(সাঃ ) আল্লাহর দাস ও তাঁর দূত |