নামাজে ৫টি কাজ করলে নামাজ ও ওযু উভয়টিই ভেঙ্গে যায়
• নামাজের মধ্যে অট্ট হাসি দিলে
• হেলান দিয়ে ঘুমালে
• ইচ্ছাকৃতভাবে হদস করা (ওযু ভেঙ্গে ফেলা)
• জ্ঞান লোপ পাওয়া
• নামাজে স্বপ্ন দোষ হওয়া (বীর্য বের হওয়া)
[আননুতাফ ফিল ফাতাতাওয়া]
নামাজে ১০টি কাজ করলে শুধু নামাজ ভেঙ্গে যায়
• নামাজে কথা বলা চাই কম হোক বা বেশি। ইচ্ছায় বা অনিচ্ছায়
• খাওয়া, চাই কম হোক বা বেশি- ইচ্ছায় বা অনিচ্ছায়
• আমলে কাসির করা
• ইচ্ছাকৃতভাবে কেবলার দিক থেকে সিনা ঘুরিয়ে ফেলা
• পুরুষ মহিলাকে স্পর্শ করা কিংবা মহিলা পুরুষকে স্পর্শ করা
• ইচ্ছাকৃতভাবে অন্যের লজ্জাস্থানের দিকে তাকানো
• ইচ্ছাকৃতভাবে আপন লজ্জাস্থান প্রকাশ করা
• এক দিরহামের বেশি পরিমাণ মল শরীরে লেগে থাকা অবস্থায় রুকু কিংবা সেজদা করা
• ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত রুকু বা সেজদা করা
• মুসল্লি যদি ইমামের হদস হওয়া সম্পর্কে জানে আর ইমাম ওযু না করে রুকু সেজদা করে ফেলে তাহলে মুসল্লির নামাজ ভেঙ্গে যাবে।
[আননুতাফ ফিল ফাতাওয়া]
নিয়ত হলো অন্তরের একটি কাজ। অর্থাৎ মানুষ অন্তরে এই ফিকির করবে যে, আমি অমুক নামাজ পড়ছি। মুখে বলা জরুরি নয়। তবে উলামায়ে মুতাআখ্যিরিন মুখে বলাকে মনে মনে বলার চেয়ে উত্তম বলেছেন।
[ফাতাওয়ায়ে আলমগীরী]
নিয়ত হলো অন্তরের একটি কাজ, সুতরাং অন্তরে যে নামাজের ইচ্ছা ছিল ঐ নামাজই হবে।
[ফাতাওয়ায়ে আলমগীরী]
নামাজে ডানে বামে দেখা মাকরুহে তানযিহি। আর চেহারা ঘুরানো মাকরুহে তাহরিমী।
[ফাতাওয়ায়ে আলমগীরী]
তাকবিরে তাহরিমা হলো ফরজ আর বাকি তাকবির সুন্নত। সুতরাং তাকবিরে তাহরিমা ছাড়া কোন একটা ছেড়ে দিলে নামাজ নষ্ট হবে না।
[ফাতাওয়ায়ে শামী]
উত্তম হলো একামত শেষ হলেই ইমাম সাহেবের তাকবির বলা যেন একামত বলা লোকও সাথে শরীক হতে পারে।
[বাহরুর রায়েক]
নামাজে হাত বাধা সুন্নত সুতরাং কেউ যদি নিয়ত বেধে হাত ছেড়ে দিলে ও তার নামাজ হয়ে যাবে।
[বাদায়েউস সানায়ে]
শুধু তাকবিরে তাহরিমার সময় হাত উঠানো সুন্নত এছাড়া বাকি জায়গায় হাত উঠানো অনুত্তম।
[বাদায়েউস সানায়ে]
এই পরিমাণ ঝুকবে যে মাথা হাঁটু বরাবর হয়ে যায়।
[ফাতাওয়ায়ে শামী]
সেজদায় জমিনে নাক রাখা ওয়াজিব। যদি কেউ ভুলে একবার রেখে আবার উঠিয়ে ফেলে তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। কারণ একবার রাখার দ্বারাই ওয়াজিব আদায় হয়ে গেছে। কিন্তু এটা খেলাফে সুন্নত।
[ফাতাওয়ায়ে আলমগীরী]
যদি তিনবার সুবহানাল্লাহ বলা পরিমাণ পা উঠে থাকে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে।
[ফাতাওয়ায়ে হিন্দিয়া]
পাঁচ ওয়াক্ত নামাজের জন্য জামাত ওয়জিব, চাই ঘরে হোক বা মসজিদে। তবে যদি কোন ওজর থাকে তাহলে ওয়াজিব নয়।
[ফেকহি জাওয়াবেত]