اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ،
উচ্চারণ:
আল্লা-হুমা ইন্নি জলামতু নাফসি জুলমান কাছিরও ওয়ালা ইয়াগ-ফিরুয্ যুনুবা, ইল্লা আন্ত ফাগ-ফিরলি মাগফিরতাম মিন ঈনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম।
অর্থ:
হে আল্লাহ! আমি নিজের উপর অনেক জুলুম করেছি! আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি রহম করুন। নিঃসন্দেহে আপনিই ক্ষমাকারী, পরম করুণাময়।
[সহিহ বুখারি, সহিহ মুসলিম]