দুই সিজদার মাঝখানে গুরুত্বপূর্ণ দো'আ রয়েছে। যে দো'আটি এতটাই সারগর্ভপূর্ণ যে, যদি সেই একটি দো'আ কবুল হয় তবে মানুষের জীবন সব দিক দিয়ে ইহ-পরকালে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা সেই দো'আটি শিখব। তার আগে জেনে নেওয়া দরকার একটি সিজদার পর আর একটি সিজদা দেওয়ার আগে অর্থ্যাৎ দুই সিজদার মাঝখানে কিভাবে বসতে হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
وَيَرْفَعُ رَأْسَهُ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا
অর্থ:
(একটি সিজদার পরে উঠে এমনভাবে বসবে) যাতে শরীরের জোড়াসমূহ স্ব-স্ব স্থানে যথারীতি অবস্থান করে।
[আবু দাউদ হা/৮৫৭]
দুই সিজদার মাঝখানে পড়ার দুইটি দো'আ রয়েছে। যেকোন একটি পড়তে হয়। দো'আ দুটি হল
رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي»
উচ্চারণ:
রব্বিগফির লী, রব্বিগফির লী।
অর্থ:
হে আমার রব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব! আপনি আমাকে ক্ষমা করুন।
[আবূ দাউদ ১/২৩১]
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
উচ্চারণ:
আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়া‘আফিনি, ওয়ারযুক্বনী, ওয়ারফা‘নী।
অর্থ:
হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন”।
[আবূ দাউদ, ১/২৩১, নং ৮৫০; তিরমিযী, নং ২৮৪, ২৮৫; ইবন মাজাহ, নং ৮৯৮]