ফরয
যেসকল নামাজ মুসলিমদের জন্য পড়া বাধ্যতামূলক।
ওয়াজিব
প্রয়োজনীয় নামাজ যা ফরজ নামাজের পরে গুরুত্বের দিক থেকে আসে।
সুন্নতে মুয়াক্কাদা
ফরজ-ওয়াজিবের মতো অপরিহার্য না হলেও রাসুলুল্লাহ (ﷺ) নিয়মিত আমল করতেন।
সুন্নতে গায়রে মুয়াক্কাদা
রাসুলুল্লাহ (ﷺ) নিয়মিত আমল করলেও ওজরবিহীন মাঝে-মাঝে ছেড়ে দিতেন।
নফল
স্বেচ্ছায় নামাজ, এগুলো পালন করলে অনেক সওয়াব রয়েছে।