বিসমিল্লাহির রহমানির রহিম; আজকে আলোচনা করব লাইলাতুল কদর বা শবে কদরের দোয়া সম্পর্কে। শবে কদরের রাত পেয়ে গেলে যে দোয়া করতে রাসুল সঃ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা আলোচনা করতে চাই। আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ সঃ আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দুআ’ পড়বো? তিনি বলেনঃ তুমি বলবে, اللهمإنكعفوتحبالعفوفاعفعني. উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নাকা আফুউবুন তুহিব্দুল আফওয়া, ফা’ফু আন্নী। অর্থঃ হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। ইবনে মাজাহ ৩৮৫০ আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সঃ যদি আমি লাইলাতুল ক্বদর জানতে পারি তাহলে সে রাতে কি বলব? তিনি বললেনঃ তুমি বলবে,
اللهمإنكعفوكريمتحبالعفوفاعفعني. উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নাকা আফুউবুন কারীমুন তুহিব্দুল আফওয়া, ফা’ফু আন্নী। অর্থঃ হে আল্লাহ! তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি মাফ করতেই পছন্দ কর, অতএব তুমি আমাকে মাফ করে দাও। তিরমিযী ৩৫১৩ আল্লাহ তায়ালা আমাদেরকে বিষয়গুলি সঠিকভাবে বুঝার ও শবে কদরের ফজিলত লাভ করার তাওফীক দান করুক। আল্লাহুম্মা আমীন।