ইহরামের জন্য পাঁচটি মীকাত-
নবী করীম (সাল্লাল্লাহু আইহি ওয়া সাল্লাম) ইহরামের জন্য পাঁচটি মীকাত নির্ধারণ করে দিয়েছেন। যে ব্যক্তি হজ্ব বা ওমরা আদায় করতে চায়, তার উপর এ মীকাতসমূহের যে কোন একটি থেকে ইহরাম করা। নিয়ত করা ওয়াজিব।
যুল হুলাইফা: মদীনাবাসী এবং এ পথে যারা আসবেন তাদের জন্য মীকাত হচ্ছে; "যুল হুলাইফা"। যার বর্তমান নাম "আবইয়ার আলী"। মক্কা মুকাররামা থেকে এর দূরত্ব ৪৫০ কি:মি:।
শাম, মরক্কো, মিশরবাসী এবং এ পথ হয়ে যারা আসবেন তাদের মীকাত হল; "জুহফা"। "রাবেগ" শহরের নিকটেই অবস্থিত। তাই বর্তমানে মানুষ রাবেগ থেকেই ইহরাম পরে। মক্কা মুকাররামা থেকে এর দূরত্ব ১৮২ কিঃমিঃ।
নজদ বাসী এবং ঐ এলাকা হয়ে যারা আসবেন তাদের মীকাত হল; "কারনুল মানাযিল"। বর্তমান নাম "সায়লুল কাবীর"। মক্কা মুকাররামা থেকে যার দূরত্ব ৭৫ কিঃমিঃ।
নজদ বাসী এবং এ পথে যারা আসবেন তাদের আরেকটি মীকাত হল "ওয়াদি মুহাররাম"। এ নামেই প্রসিদ্ধ। মক্কা মুকাররামা থেকে দূরত্ব ৭৫ কিঃমিঃ।
ইয়ামানবাসী এবং তাদের পথে যারা আসবেন তাদের মীকাত; "ইয়ালামলাম" বর্তমানে মানুষ "আস-সা'দীয়া" থেকে ইহরাম পরে। মক্কা মুকাররামা হতে দূরত্ব ১২ কিঃমিঃ।
ইরাক বাসীদের এবং এ পথে যারা আসবেন তাদের মীকাত; "যাতু ইরক"। মক্কা মুকাররামা থেকে দূরত্ব ৯৪ কিঃমিঃ।
যিনি হজ্ব অথবা ওমরার নিয়ত করবেন তার জন্য এ সকল মীকাত অতিক্রম হওয়ার মুহূর্তে অবশ্যই ইহরাম থাকতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ইহরাম ছাড়াই মীকাত অতিক্রম করে, তাকে অবশ্যই ফিরে গিয়ে মীকাত হতে ইহরাম পরে আসতে হবে। অন্যথায় তাকে "দম" দিতে হবে। "দম" হলো: একটি ছাগল অথবা একটি ভেড়া অথবা একটি দুম্বা, যা মক্কার হারাম সীমার ভেতরে জবাই করে মক্কার ফকীর- মিসকীনদের মধ্যে বণ্টন করে দিতে হবে।