হাজ্বী মিনা পৌঁছলে যথাসম্ভব দ্রুত জামরা আকাবা বা বড় জামরায় (যেটি জামারসমূহের মধ্যে মক্কার নিকটবর্তী) পৌঁছার চেষ্টা করবেন। পৌঁছেই তালবিয়া বন্ধ করে দিবেন। অতঃপর নিস্ত্রের কাজগুলো করবেন-
১. জামরা আকাবায় পরপর সাতটি কঙ্কর নিক্ষেপ করবেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর (আল্লাহু আকবর) বলবেন।
২. কুরবানী ওয়াজিব হয়ে থাকলে কুরবানী করবেন। সম্ভাব হাল নিজ হাতেই কুরবানী করবেন, নিজে যাবেন ও ফকীর মিসকিনকে খাওয়াবেন। সম্ভব না হলে কুরবানীর দায়িত্ব অন্য কাউকে দিবেন।
৩. মাথা মুন্ডন করবেন অথবা চুল খাটো করবেন। তবে মুন্ডন করাই উত্তম। আর মহিলাগণ সব চুল একসাথে করে চুলের অগ্রভাগ থেকে আঙ্গুলের মাথা পরিমান কাটবেন।
এ কাজগুলো ধারাবাহিকভাবে করাই উত্তম। ধারাবাহিকতা রক্ষা করতে না পারলেও কোন ক্ষতি নেই।
মিনায় অবস্থানরত দিনগুলোতে (১০ ও ১১ জিলহজ) মিনাতেই রাত যাপন করুন। আর ১২ জিলহজ রাত যাপন করুন, যদি ১৩ জিলহজ 'রমি' (কঙ্কর নিক্ষেপ) শেষ করে ফিরতে চান (সুন্নাত)।
জিলহজ মিনায় না থাকতে চাইলে ১২ জিলহজ সন্ধ্যার আগে মিনা ত্যাগ করুন। সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করা উত্তম।